গাঁজা পাইকারিতে কিনে খুচরায় বিক্রি করতেন রনি

নোয়াখালী প্রতিনিধি প্রকাশিত: জুন ১০, ২০২৪, ০৪:৫৯ পিএম
গাঁজা পাইকারিতে কিনে খুচরায় বিক্রি করতেন রনি

নোয়াখালীতে চালের ড্রামে রেখে গাঁজা ব্যবসার দায়ে মো. আকতার হোসেন রনি ভূইয়া (৪২) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রোববার রাতে নোয়াখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের চন্দ্রপুর গ্রামের ইসমাইল ম্যানশনের ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার রনি ভূইয়া সিলেট জেলার মাধবপুর উপজেলার মৃত এবাদ উল্যাহর ছেলে। তিনি দীর্ঘদিন সিলেট-নোয়াখালী যাতায়াত করে মাদকের কেনাবেচা করে আসছেন। তার বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সূত্রে রোববার রাত ৯টার দিকে রনির ভাড়াবাসায় অভিযান চালানো হয়। এ সময় তল্লাশি করে চালের ড্রামের রাখা ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। তিনি দীর্ঘদিন পাইকারি কিনে খুচরা গাঁজার ব্যবসা করে আসছেন বলে স্বীকার করেছেন।

মো. আবদুল হামিদ আরও বলেন, আসামি আকতার হোসেন রনি ভুঁইয়ার বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মামলা রুজু হয়। সে মোতাবেক তাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় আরও একাধিক মাদকের মামলা রয়েছে।

ইএইচ