ফেনীতে কোরবানির পশুর হাট পরিদর্শন করেছেন স্থানীয় জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার ও পুলিশ সুপার মো. জাকির হাসান, পিপিএম।
শুক্রবার জেলার বিভিন্ন কোরবানির পশুর হাট পরিদর্শনকালে ওইসব হাটের ইজারাদার, ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলেন তারা।
এ সময় জেলার এ দুই প্রশাসনিক কর্তাব্যক্তি কোরবানির পশু ক্রেতা বিক্রেতাদের উদ্দেশ্য করে বলেন, প্রতারক চক্রের হাত থেকে সাবধান থাকতে হবে। জাল টাকা শনাক্তের জন্য বিভিন্ন মেশিন রয়েছে প্রয়োজনে সহায়তা নেবেন।
এছাড়া গরু ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে যে কোনো সমস্যার সম্মুখীন হলে ফেনী জেলা পুলিশকে অবহিত করতে অনুরোধ করেন তারা।
ইএইচ