২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে পৌনে ৫ কোটি টাকা টোল আদায়

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুন ১৫, ২০২৪, ০১:৫৬ পিএম
২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে পৌনে ৫ কোটি টাকা টোল আদায়

ঈদুল আজহার ছুটির প্রথম দিনে শুক্রবার পদ্মা সেতু দিয়ে পারাপার হয়েছে ৪৪ হাজার ৩৩টি যানবাহন। যা থেকে টোল আদায় হয়েছে ৪ কোটি ৮২ লাখ টাকা।

শনিবার সকালে পদ্মা সেতুর ব্যবস্থাপক (টোল) মো. আহমেদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার ২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে পারাপার হয়েছে ৪৪ হাজার ৩৩টি যানবাহন। যা থেকে সর্বমোট আয় হয়েছে ৪ কোটি ৮২ লাখ ১৭ হাজার ৪০০ টাকা।

এদিকে মাওয়া প্রান্ত থেকে সেতু পার হয় ২৮ হাজার ৮৯৬টি যানবাহন। যা থেকে নগদ টোল আদায় হয়েছে ২ কোটি ৭২ লাখ ৬৪ হাজার ৫৫০ টাকা। এছাড়া বাকিতে সরকারি প্রতিষ্ঠানের যান পারাপারে টোল রয়েছে ১ লাখ ২০ হাজার ৩৫০ টাকা। আর চলন্ত অবস্থায় ইটিসিএস পদ্ধতিতে টোল জমা হয়েছে ১ হাজার ২শ’ টাকা। 

অন্যদিকে, জাজিরা প্রান্ত থেকে সেতু পার হয়েছে ১৫ হাজার ১৩৭টি যানবাহন। সরকারি প্রতিষ্ঠানের কাছে ৫৩ হাজার ৭৫০ টাকা বাকিসহ মোট আয় ২ কোটি ৮ লাখ ১৯ হাজার ৩০০ টাকা।

ইএইচ