ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

রাইসুল ইসলাম লিটন, (টাঙ্গাইল) প্রকাশিত: জুন ১৫, ২০২৪, ০২:৪৪ পিএম
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ১০ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে শুক্রবার রাত ১২টার পর থেকে বঙ্গবন্ধু সেতুর ওপর দুর্ঘটনা, টোল আদায় বন্ধ, চালকদের বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে মহাসড়কের যানজট ও ধীরগতির সৃষ্টি হয়।

শনিবার সকাল ১০টা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে সেতু টোলপ্লাজা পর্যন্ত ১৩ কিলোমিটার অংশে কোথাও যানজট আবার কোথাও ধীরগতির সৃষ্টি হয়। এরপর বেলা সাড়ে ১১টার পর মহাসড়ক স্বাভাবিক হয়।

মহাসড়কের এলেঙ্গা, ভুঞাপুর লিঙ্ক রোড, রাবনা বাইপাস এলাকায় গিয়ে দেখা গেছে, স্বাভাবিক দিনের মতোই পরিবহনগুলো কোন বাধা ছাড়াই চলাচল করছে। তবে বঙ্গবন্ধু সেতুপূর্ব-ভূঞাপুর-টাঙ্গাইল আঞ্চলিক সড়কের কয়েকটি স্থানে পরিবহনের ধীরগতি রয়েছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান বলেন, বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ভোর রাতে যানবাহন বিকল ও টোল প্লাজা কয়েকবার বন্ধ থাকার কারণে এ যানজটের সৃষ্টি হয়। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল স্বাভাবিক হয়।

ইএইচ