ঝুঁকি নিয়ে পশুবাহী ট্রাকে করে ঘরে ফিরছেন মানুষ

গাজীপুর প্রতিনিধি প্রকাশিত: জুন ১৫, ২০২৪, ০৩:১৬ পিএম
ঝুঁকি নিয়ে পশুবাহী ট্রাকে করে ঘরে ফিরছেন মানুষ

পবিত্র ঈদুল আজহার আর মাত্র বাকি দুদিন। প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অতিরিক্ত ভাড়ায় ঝুঁকি নিয়ে খোলা ট্রাক, পিকআপে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ।

শনিবার সকাল থেকে চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, ও মাওনা চৌরাস্তা এলাকা থেকে যাত্রীদের ট্রাক, পিকআপে করে ঘরে ফিরতে দেখা গেছে।

পল্লী বিদ্যুৎ এলাকার একজন গার্মেন্টস কর্মী আশরাফুল। তার ছুটি হয়েছে আজ সকালে। তিনি বাসের অতিরিক্ত ভাড়া এড়াতে পিকআপে করে স্বজনদের সঙ্গে ঈদ করতে রওনা দিয়েছেন।

আমার সংবাদকে তিনি বলেন, অনেক সময় দাঁড়িয়ে থেকেও বাস পাইনি। যাও পেয়েছি তিনগুণ চারগুণ ভাড়া দাবি করছে। যা বোনাস পেয়েছি তা বাস ভাড়াতেই খরচ হয়ে যাবে। তাই যাতায়াত খরচ কমাতে পিকআপে উঠেছি।

সালনা হাইওয়ে থানার ওসি সালেহ আহমেদ জানান, মহাসড়কের কোথাও কোনো সমস্যা নেই। গাড়িগুলো সুন্দরভাবে চলাচল করছে। তবে মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি, বাঘেরবাজার এলাকায় গাড়ির কিছুটা চাপ রয়েছে।

ইএইচ