ছাতকে বন্যা পরিস্থিতির উন্নতি

মুশাহিদ আলী, ছাতক (সুনামগঞ্জ) থেকে প্রকাশিত: জুন ২২, ২০২৪, ০৮:৪৮ পিএম
ছাতকে বন্যা পরিস্থিতির উন্নতি

সুনামগঞ্জের ছাতক-দোহালিয়া-সুনামগঞ্জ সড়কের আন্ধারীগাঁও এলাকায় বড় ধরনের ভাঙনের সৃষ্টি হয়েছে।

ঈদের পরদিন মঙ্গলবার সুরমা নদীর পানির ধাক্কায় সড়ক ভেঙে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রবল স্রোতে ভাঙনটি ধীরে ধীরে বিশাল আকার ধারণ করে। স্রোতে বিদ্যুতের একটি খুঁটিও পড়ে গিয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

ভাঙনের ফলে ছাতকের সাথে সদর ইউনিয়নের কয়েকটি গ্রামসহ পার্শ্ববর্তী দোয়ারা উপজেলার দোহালিয়া, পান্ডারগাঁও ও মান্নারগাঁও ইউনিয়নের লাখো মানুষের চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। একদিকে বন্যায় ছাতক-দোয়ারাবাজার দুই উপজেলা প্লাবিত অন্যদিকে পানিবন্দি মানুষরা ত্রাণের জন্য হাহাকার করছেন।

শনিবার বিকালে ছাতকের আন্ধারীগাঁও-দোহালিয়া সড়কের বন্যার ভাঙন এলাকা পরিদর্শন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম কিরণ, উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মস্তাফা মুন্না, ছাতক সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- কুহিন চৌধুরী, নাজমুল হোসেন, ছমির উদ্দিন, রঞ্জন কুমার দাস, ইউপি সদস্য মফিজুর রহমান তালুকদার পর্তাব, জয়নাল আবেদীন, আবদুল কাদির, মুহিবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরিদর্শন শেষে দ্রুত এ সড়ক যোগাযোগ চালু করার লক্ষ্যে তাৎক্ষণিক ভাঙন এলাকায় জনপ্রতিনিধিসহ স্থানীয় নেতৃবৃন্দ আলোচনায় বসেন।

ইএইচ