দিনভর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুন ২২, ২০২৪, ১১:১৩ পিএম
দিনভর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে অফিস-আদালত খুলেছে গত বুধবার। কিন্তু অনেকই সে সময় ঢাকায় আসেননি। আগামীকাল রোববার থেকে সব বেসরকারি অফিস খোলা। তাই কর্মস্থলে ফিরতে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে মহাসড়কে।

এদিকে শনিবার হঠাৎ করেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক বেড়ে যায় যানবাহনের সংখ্যা। এতে যানজটের পাশাপাশি ভোগান্তিতে পড়তে হয় যাত্রী ও চালকদের।

শনিবার দিনভর এই মহাসড়কে যানজট ও ধীরগতি থাকলেও রাত ৯টার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে বলে খবর পাওয়া গেছে।

এর আগে মহাসড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজা পর্যন্ত কোথাও ধীরগতি কোথাও যানজটের সৃষ্টি হয়।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান জানান, সন্ধ্যার পর কমতে শুরু করে মহাসড়কে যানবাহনের চাপ। এলেঙ্গা-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক একমুখী করায় বর্তমানে স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে।

ইএইচ