রাজস্থলীতে তথ্য আপার উঠান বৈঠক

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি প্রকাশিত: জুন ২৪, ২০২৪, ০২:৪৯ পিএম
রাজস্থলীতে তথ্য আপার উঠান বৈঠক

রাঙামাটির রাজস্থলী উপজেলায় তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্পের (২য় পর্যায়) উদ্যোগে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের বালুমুড়া মুসলিম পাড়ায় উঠান বৈঠকের আয়োজন করা হয়।

উপজেলা তথ্যসেবা কর্মকর্তা লুই মারমার সঞ্চালনায় বৈঠক বক্তব্য দেন- রাজস্থলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারাধন কর্মকার, ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক শফিকুর রহমান শফিক, টেকসই সামাজিক প্রকল্পের পাড়া কর্মী ফাতেমা বেগম, আনসার ভিডিপির দলনেতা মিজানুর রহমান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, আগে বলা হতো জ্ঞানই শক্তি, এখন বলা হয় তথ্যই শক্তি। সরকারের নানা সুবিধা ও সেবা নিয়ে কাজ করছে তথ্য আপা। তথ্য আপার কাছে গেলে সকল সেবা একস্থানে পাওয়া যাবে। পাওয়া যায় বিনা মূল্যে উচ্চ রক্তচাপ মাপা ও ডায়াবেটিস পরিমাপ করা হয়।

উপজেলা তথ্য আপা লুই মারমা বলেন, তথ্য হল সকল সেবা পথ দেখানোর আলো এ আলো ছাড়া যেমন চলা যায়না, তেমনি কোন সমস্যার সমাধানও করা যায় না। তাই তথ্য সবার আগে প্রয়োজন।

ইএইচ