দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসনের অভিযান

মদন (নেত্রকোণা) প্রতিনিধি প্রকাশিত: জুন ২৪, ২০২৪, ০৩:৫৪ পিএম
দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসনের অভিযান

নেত্রকোণার মদন উপজেলার হাওরের দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি ও হাওর অধ্যুষিত অঞ্চলে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের লক্ষ্যে মদন উপজেলা প্রশাসনের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।

সোমবার উপজেলা মৎস্য অফিসের আয়োজনে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আলম মিয়া।

এ সময় তার সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এটিএম আরিফ, উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম, মদন থানা পুলিশের এস আই হারুনুর রশিদ, এএসআই শহিদুল ইসলাম প্রমুখ।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. শাহ আলম মিয়া বলেন, হাওরে দেশীয় মাছ উৎপাদন বৃদ্ধি ও মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে লক্ষ্যে অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জালের ব্যবহারকারী ও বিক্রয় কারীদের বিরুদ্ধে সারাবছরই এ অভিযান অব্যাহত থাকবে।

ইএইচ