মদন পৌরসভার বাজেট ঘোষণা

মদন (নেত্রকোণা) প্রতিনিধি প্রকাশিত: জুন ২৬, ২০২৪, ০৪:৫৮ পিএম
মদন পৌরসভার বাজেট ঘোষণা

নেত্রকোণার মদন পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট অধিবেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার পৌর মিলনায়তনে মদন পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট পেশ করেন মদন পৌরসভার মেয়র মো. সাইফুল ইসলাম সাইফ।

২০২৪-২৫ অর্থ বছরে নতুন করে কর আরোপ ছাড়াই নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ৩০ কোটি ৫৬ লক্ষ টাকার উন্নয়ন বাজেট ঘোষণা করেন মদন পৌর মেয়র মো. সাইফুল ইসলাম সাইফ।

এতে ৩০ কোটি ৩৩ লক্ষ ৩০ হাজার টাকা ব্যয় ও ২২ লক্ষ ৭০ হাজার টাকা উদ্বৃত্ত ধরা হয়েছে।

এ বাজেটে রাস্তাঘাট, ড্রেন নির্মাণ, ব্রিজ, কালভার্ট, বিশুদ্ধ পানি ব্যবস্থা, নলকূপ স্থাপন, পাবলিক টয়লেট নির্মাণ ও সড়ক বাতি স্থাপনের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। বাজেট ঘোষণা শেষে পৌর নাগরিকদের অংশগ্রহণে বাজেটের উপর উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

বাজেট অধিবেশনে মেয়র মো. সাইফুল ইসলাম সাইফের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মদন পৌরসভার সহকারী প্রকৌশলী মো. জামিল হোসেন, পৌর নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, সকল পৌর কাউন্সিলর, বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম হিরো, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ পৌর এলাকার বিভিন্ন নাগরিকবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন মদন উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

ইএইচ