বৈদ্যুতিক টাওয়ারে উঠে পড়ল মানসিক ভারসাম্যহীন যুবক

কিশোরগঞ্জ ও ইটনা প্রতিনিধি প্রকাশিত: জুন ২৬, ২০২৪, ০৫:০৪ পিএম
বৈদ্যুতিক টাওয়ারে উঠে পড়ল মানসিক ভারসাম্যহীন যুবক

কিশোরগঞ্জের ইটনা উপজেলার হাওরে ৩৩ কেভি বৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় মানসিক ভারসাম্যহীন এক যুবক উঠে পড়ায় ৩ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি।

খবর পেয়ে ইটনা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে নামাতে সক্ষম হয়। পরে বিদ্যুৎ সংযোগ চালু করা হয়।

বুধবার সকালে ইটনা উপজেলার এলংজুরী গ্রামে এ ঘটনা ঘটে।

মানসিক ভারসাম্যহীন আলমগীর হোসেন (২৭) ইটনা উপজেলার এলং জুরী গ্রামের মনজিল মিয়ার ছেলে।

জানা যায়, বুধবার সকালে সবার অজান্তে বাড়ির সামনে হাওরে সাঁতরে বৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় উঠে পড়েন মানসিক ভারসাম্যহীন ওই যুবক। পরে স্থানীয়রা কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিকে অবহিত করলে তারা তিন উপজেলার বিদ্যুৎ সরবরাহ লাইন বন্ধ করে দেয়।

খবর পেয়ে ইটনা ফায়ার সার্ভিস বেলা সাড়ে ১০টার দিকে উদ্ধার অভিযানের জন্য নৌকাযোগে ঘটনাস্থলে রওনা দেন। ঘণ্টাখানেক চেষ্টার পর মানসিক ভারসাম্যহীন পাগলকে বৈদ্যুতিক টাওয়ার থেকে নামাতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা।

এ সময় কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন উপজেলার ২৪টি ইউনিয়নের ২৩টিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি মিঠামইন জোনাল অফিসের উপসহকারী প্রকৌশলী শামীম হোসাইন বলেন, ‘আমরা খবর পেয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছিলাম। উদ্ধার অভিযান শেষে বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়।’

ইএইচ