হালদা নদীতে ভেসে উঠলো একজোড়া মৃত কাতলা

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: জুন ২৮, ২০২৪, ০৬:৫৫ পিএম
হালদা নদীতে ভেসে উঠলো একজোড়া মৃত কাতলা

দেশের অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র মিঠা পানি ও জোয়ারভাটার নদী বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীর পৃথক স্থানে ভেসে উঠেছে একজোড়া মৃত কাতলা মাছ।

শুক্রবার সকালে নদীর হাটহাজারী অংশের উত্তর মাদার্শা এলাকায় মা মাছ দুইটি ভেসে উঠে। তারমধ্যে একটি কুমারখালি ঘটে আরেকটি সুলতানা বাপের ঘটে।

কুমারখালি ঘাট থেকে পাওয়া মাছটির ওজন প্রায় ১৬ কেজি হবে। এর দৈর্ঘ্য ৯৮ সেন্টিমিটার এবং সুলতানা বাপের ঘাট থেকে পাওয়া মাছটির ওজন প্রায় ১০ কেজি হবে যার দৈর্ঘ্য ৮৫ সেন্টিমিটার।

বিষয়টি নিশ্চিত করে হালদা গবেষক ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের জীব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, হালদার স্বাস্থ্য ব্যবস্থায় আবারো আঘাত হলো এটা হালদার বাস্তুতন্ত্রের জন্য অশনিসংকেত। মাছগুলো মা-মাছ ছিল। একটির গায়ে বড়শির আঘাতের চিহ্ন দেখা যায়। আরেকটি পঁচে যাওয়ার কোনো আঘাতের চিহ্ন লক্ষ্য করা যায়নি।

ইদানিং হালদায় মনুষ্যসৃষ্ট ধ্বংসাত্মক কর্মকাণ্ড বেড়েই চলেছে, যা হালদার জলজ বাস্তুতন্ত্রের জন্য অশনিসংকেত।

ইএইচ