এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে হ্যান্ড পেইন্ট বিষয়ক প্রশিক্ষণ

দিনাজপুর প্রতিনিধি প্রকাশিত: জুন ২৯, ২০২৪, ০৪:১১ পিএম
এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে হ্যান্ড পেইন্ট বিষয়ক প্রশিক্ষণ

বাংলাদেশ ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই) শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে এবং দিনাজপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় ৫ দিনব্যাপী হ্যান্ড পেইন্ট বিষয়ক প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

৫ দিনব্যাপী হ্যান্ড পেইন্ট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সমাজসেবা কার্যালয়ের সদর উপজেলা কর্মকর্তা মো. মাইনুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে দিনাজপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি জান্নাতুস সাফা শাহীনুরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এসএমই ফাউন্ডেশন ঢাকার প্রশিক্ষক আফিফি আক্তার, দিনাজপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি খ্র্রিষ্টিনা লাভলী দাস, ডেপুটি ম্যানেজার রনজিৎ কুমার রায়।

উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রজেক্ট ট্রেনিং মনিটরিং ও কমিউনিকেশন ম্যানেজার মো. হাবিবুর রহমানের উপস্থাপনায় ৫ দিনব্যাপী হ্যান্ড পেইন্টিং প্রশিক্ষণ কার্যক্রমে ৩০ জন প্রশিক্ষণার্থী নারী অংশগ্রহণ করেন।

ইএইচ