ফটিকছড়িতে ১৩’শ কৃষক পেলেন বিনামূল্যে সার-বীজ

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: প্রকাশিত: জুন ৩০, ২০২৪, ১১:৪৯ এএম
ফটিকছড়িতে ১৩’শ কৃষক পেলেন বিনামূল্যে সার-বীজ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ১৩শ কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে ২০২৩-২৪ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ এবং ২০২৪-২৫মৌসুমে রোপা আমন ধানের (উপসী জাত) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এসব বীজ ও সার দেওয়া হয়।

শনিবার (২৯জুন) দুপুরে উপজেলা পরিষদের শহীদ শফিকুন নুর মাওলা গণ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে বিনামূল্যে প্রণোদনা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি।

এতে সভাপতিত্ব করেন সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেজবাহ উদ্দিন। উপজেলা কৃষি অফিসার মোঃ হাসানুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দীন মুহুরী, ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন, শারমিন নুপুর, মেয়র ইসমাইল হোসেন, চেয়ারম্যান ইকবাল হোসেন, জয়নাল আবেদিন, কেন্দ্রীয় কৃষকলীগ নেতা মোতাহার হোসেন বাবুল প্রমুখ।

উপজেলা কৃষি অফিসার মোঃ হাসানুজ্জামান বলেন, উপজেলার দুইটি পৌরসভা ও ১৮ইউনিয়নের ১৩শ জন কৃষকদের মধ্যে প্রতিজনকে ৫ কেজি করে আমন বীজ, ২০কেজি করে ডিএপি সার ও ৫কেজি করে এমওপি সার বিনামূল্যে দেওয়া হয়েছে।

বিআরইউ