ঠিকাদারের লাইসেন্স বাতিলের দাবিতে ইউএনও বরাবর স্মারকলিপি

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি প্রকাশিত: জুন ৩০, ২০২৪, ০৫:৩৬ পিএম
ঠিকাদারের লাইসেন্স বাতিলের দাবিতে ইউএনও বরাবর স্মারকলিপি

এলজিইডির শ্যামনগর উপজেলা প্রকৌশলী জাকির হোসেনকে অপসারণ ও ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মোহনা এন্টারপ্রাইজের প্রোপাইটার এম এ এইচ টুমুর লাইসেন্স বাতিলের দাবিতে স্মারকলিপি দিয়েছে শ্যামনগর উপজেলা প্রশাসনে কর্মরত কর্মচারীরা।

সোমবার শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার নজিবুল আলমের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর এই স্মারকলিপি পেশ করেন তারা।

প্রসঙ্গত, শ্যামনগর উপজেলা প্রকৌশলী জাকির হোসেনের বিরুদ্ধে উপজেলায় এলজিইডি বাস্তবায়নাধীন প্রতিটি প্রকল্পের ঠিকাদারের কাছ থেকে লাখ লাখ টাকা ঘুষ গ্রহণের অভিযোগ রয়েছে। প্রত্যেক ঠিকাদারের সাথে তার চরম সখ্যতার খবর পাওয়া যায়। ফলে রাস্তার কাজ হয় অত্যন্ত নিম্নমাণের।

এদিকে, শ্যামনগর উপজেলা প্রকৌশলী জাকির হোসেন বলেন, আমার সাথে এমন কোনো কিছু হয়নি। আমার বিরুদ্ধে স্মারকলিপি প্রদান করেছে কেন আমি জানি না।

ঠিকাদার এম এ এইচ টুমু বলেন, দুই অফিসের ভিতরে বাগ বিতণ্ডার এক পর্যায়ে আমি মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছি শুধুমাত্র। এখন আমি হচ্ছি বলি পাঠা।

ইএইচ