বরগুনার তালতলীতে ২ সন্তানের জননী সৌদি আরব প্রবাসী মোক্তাদিনের স্ত্রী মিলি বেগমকে (৩২) নিয়ে বড়বগী ইউনিয়নের তুলাতলী এলাকার হালিম মেকারের ছেলে শহিদুল ইসলাম (২৮) পালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার ছোটবগী ইউনিয়নের গাবতলী (জিনবুনিয়া) এলাকায় এ ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে জানা গেছে, হালিম মেকারের ছেলে শহিদুল এবং মিলি পরকীয়া সম্পর্কে জড়িয়ে পরে। গত ২২ জুন মিলি তালতলী বাজারে যাবার কথা বলে শ্বশুরবাড়ি (জিনবুনিয়া) থেকে বের হয় এবং শহিদুলের সাথে পালিয়ে যায়।
বাড়ি থেকে যাওয়ার সময়ে নগদ টাকা ও তার স্বামীর দেওয়া গহনা নিয়ে যায়। পরবর্তীতে জানতে পারে শহিদুল নামক পরকীয়া প্রেমিকের সাথে পালিয়েছে মিলি। মিলি এবং প্রবাসী মোক্তাদিরের সাথে পারিবারিকভাবে বিয়ে হয় এবং তাদের সাড়ে ৪ বছর বয়সী এক ছেলে এবং ৯ বছর বয়সী একটা মেয়ে রয়েছে।
এ বিষয়ে মিলির বড় মেয়ে মাহি বলেন, আমার মা ওই ছেলের সাথে প্রেম করত এবং তার কথা মতো আমাদের মারত।
ছেলে মাহিন বলেন, আমার মাকে ফিরিয়ে দেন। আমি মাকে চাই।
এদিকে মিলির শাশুড়ি বলেন, একটা ছেলের সাথে কথা বলত। ওই ছেলের সাথে টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়েছে।
এদিকে শহিদুলের বাবা হালিম মেকার বলেন, ঘটনা যেহেতু একটা ঘটে গেছে দেখি কীভাবে সমাধান করা যায়। আমি বর্তমানে তাদের খোঁজে এসেছি।
এদিকে মিলির পরিবারের সদস্যরা জানায়, এটা আমরাও মেনে নিতে পারছি না। ওখান থেকে যাওয়ার পর এখন পর্যন্ত আমাদের সাথে কোনো যোগাযোগ করেনি।
সৌদি প্রবাসী মোক্তাদির বলেন, আমি ভালোবেসে আমার স্ত্রীর নামে অ্যাকাউন্ট করেছি। গত ৫ বছরের বিভিন্ন সময়ে আমি ১০ লাখ টাকার উপরে তার অ্যাকাউন্টে জমি কেনার জন্য জমা করেছি এবং ২২ জুন বাড়ি থেকে নগদ ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে শহিদুলের সাথে উধাও হয়েছে।
তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম খান বলেন, আমার এব্যাপারে আমাদের কাছে কোন অভিযোগ আসে নাই। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইএইচ