ফেনীতে গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

ফেনী জেলা প্রতিনিধি: প্রকাশিত: জুলাই ৩, ২০২৪, ০১:২৪ পিএম
ফেনীতে গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

ফেনীতে ৩০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করে র‌্যাব। বুধবার (০৩ জুলাই) আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার (০২ জুলাই)  দিবাগত রাতে জেলার মোহাম্মদ আলী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এরা হলেন লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরমেহের এলাকার দুলাল বেপারীর ছেলে বাবলু(২০), ফেনী সদর উপজেলার রামপুর এলাকার শহিদ শেখের ছেলে নয়ন শেখ(১৮), পিরোজপুর সদর উপজেলার চালিতাখালী এলাকার  মহসিন সর্দারের ছেলে সাইদুল সর্দার(১৯)।

র‌্যাবের দাবি গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের একটি অভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে কতিপয় ব্যক্তি কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ধাওয়া করে  তিনজনকে আটক করা হয়।

পরবর্তীতে সেখানে উপস্থিত লোকজনের সামনে আটককৃত জিজ্ঞাসাবাদ ও তল্লাশিকালে একটি ট্রলি ব্যাগের ভিতরে বিশেষ কৌশলে রক্ষিত ৩০ কেজি গাঁজা উদ্ধার সহ ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ ফেনীর সীমান্তবর্তী এলাকা থেকে  স্বল্প মূল্যে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে ফেনী, কুমিল্লা এবং ঢাকা সহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও  সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৪ লক্ষ ৫০ হাজার টাকা।

ফেনীস্থ র‍্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে  জানান,গ্রেপ্তারকৃত আসামি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্ত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বিআরইউ