এবার গাজীপুরের পূবাইল এলাকায় পাওয়া গেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মতিউর রহমানের ৬০ বিঘা জমি ওপর পিকনিক অ্যান্ড শুটিং স্পট। আপন ভূবন নামের এই পিকনিক অ্যান্ড শুটিং স্পটটি গাজীপুরের পূবাইলের খিলগাঁও এলাকায়। সেখানে তাদের বিরুদ্ধে রয়েছে জমি জবর দখলের অভিযোগও।
ভূমি অফিসের তথ্যে, জমির একটি অংশ রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান, তার স্ত্রী নরসিংদীর উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকি, তাদের ছেলে তৌফিকুর রহমান অর্ণব ও মেয়ে ফারজানা ঈপ্সিতার নামে।
তবে এক স্থানীয় এক ব্যক্তি জানালেন, জোরপূর্বক তার কাছ থেকে ২৬ শতাংশ জমি মতিউর দখল করে নেন। এক পর্যায়ে গিয়ে দেখা যায়, তিনি সেই জমি নিজের নামে রেজিস্ট্রি করে নিয়েছেন।
দুর্নীতি নিয়ে প্রশ্ন ওঠার পর পিকনিক স্পটটির আগের সব কর্মীকে সরিয়ে নেয়া হয়েছে। নিয়োগ দেয়া হয়েছে নতুনদের। তবে নতুনদের মধ্যে অনেকেই জানেন না এর মালিকানা সম্পর্কে। পিকনিক স্পটে কর্মরত এক কর্মী জানান, তিনি সেখানে কাজ করছেন দেড় মাস। এ সময়ের মধ্যে তিনি স্পটের মালিক বা তার স্ত্রী কাউকেই সেখানে আসতে দেখেননি।
প্রসঙ্গত, এবার কোরবানির ঈদে রাজধানীর মোহাম্মদপুরের সাদিক অ্যাগ্রো থেকে ১৫ লাখ টাকায় একটি ছাগল কিনতে গিয়ে আলোচনার জন্ম দেন মতিউর রহমানের ছেলে ইফাত। তার পরই আলোচনায় আসে তার স্থাবর-অস্থাবর সম্পদ, ব্যাংকে গচ্ছিত অর্থের পরিমাণ, আয় ও ব্যয়ের তথ্য। এনিয়ে খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। খোদ এনবিআরও তার আয়কর রিটার্নে দেওয়া তথ্য খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যায়।
ইএইচ