রাজারহাটে বন্যার্তের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৫, ২০২৪, ০৫:২৮ পিএম
রাজারহাটে বন্যার্তের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

কুড়িগ্রামের রাজারহাটে ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানিতে ধরলা ও তিস্তায় ভাঙন ও বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকাল ৩টার দিকে ধরলার পানিতে বন্যার্ত ১০০ পরিবারের মাঝে শুকনো খাবার সামগ্রী বিতরণ করেন ছিনাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহকারী অধ্যাপক সাদেকুল হক নুরু।

শুকনো খাবার প্যাকেটে চিড়া, মুড়ি, বিস্কুট, স্যালাইন,মো মবাতি ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ছিল।

অপরদিকে ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়ন পরিষদে তিস্তা নদীর ভাঙন ও বন্যার্ত ৫০টি পরিবারের মাঝে ১০ কেজি চাল বিতরণ করেন আব্দুল কুদ্দুস প্রামাণিক।

বিতরণকালে উপস্থিত ছিলেন- ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়ন পরিষদ সদস্য মিনহাজুল ইসলাম, সদস্যা শেফালি বেগম, ছিনাই ইউনিয়ন পরিষদ সদস্য খালিদ প্রমুখ।

ইএইট