নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় ৬৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান। এর আগে, একাধিক উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, সুধারাম মডেল থানায় জিআর পরোয়ানাভুক্ত ২ জন, জিআর গ্রেপ্তারে পরোয়ানামূলে ১ জন ও নিয়মিত মামলায় ৪ জনসহ মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়।
সেনবাগ থানায় সিআর পরোয়ানামুলে ৩ জন, সাজা জিআর পরোয়ানামূলে ১ জন, পুলিশ আইনের ৩৪ ধারায় ১ জনসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়।
সোনাইমুড়ী থানায় রিকলমূলে ৩টি জিআর পরোয়ানা ও ১টি সিআর পরোয়ানাসহ ৪টি গ্রেপ্তারি পরোয়ানা নিষ্পত্তি করা হয়।
হাতিয়া থানা নিয়মিত মামলায় ১ জন, সিআর পরোয়ানা মূলে ১ জন এবং জিআর পরোয়ানা মূলে ১ জনসহ ৩ জন আসামি গ্রেপ্তার হয়।
চাটখিল থানা সিআর পরোয়ানামূলে ১ জন, কবিরহাট থানা রিকলমুলে জিআর ১ জনসহ মোট জেলায় ৬৪ জনকে গ্রেপ্তার করা হয়।
এসপি আসাদুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়।
ইএইচ