মাগুরা আদর্শ কলেজের এইচএসসি পরীক্ষার্থী তীর্থ রুদ্র হত্যাকাণ্ডের মূল আসামি তারই বন্ধু তায়হান ইসলাম আমানকে শুক্রবার গ্রেফতার করা হয়েছে। এদিন সন্ধ্যায় তীর্থর কাছ থেকে কেড়ে নেওয়া মোটরসাইকেলটি আমানের খাল্লাবাড়ি থেকে উদ্ধার করেছে মাগুরা জেলা পুলিশ।
গ্রেফতার আমান মাগুরা শহরের ঋষিপাড়ার জিয়াউর রহমান জিবলুর ছেলে। নেশার টাকা জোগাড় করতেই মোটরসাইকেল এবং মোবাইল ফোন কেড়ে নিয়ে তীর্থকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।
পুলিশ জানায়, নিহত তীর্থ মাগুরা শহরের পুরাতন বাজারের ব্যবসায়ী নিমাই রুদ্রর ছেলে। তার সঙ্গে নেশাসক্ত কিশোর আমানের পরিচয় হয় দিন ১৫ আগে। একই পাড়ার বাসিন্দা হওয়ায় তাদের মধ্যে সখ্য হয়।
১ জুলাই রাত সাড়ে ৮টার দিকে আমান বাড়ি থেকে তীর্থকে ডেকে নিয়ে যায়। শহরের দরিমাগুরা দোয়ারপাড় এল্লাকায় এতিমখানার পেছনে নিয়ে গলা কেটে করে হত্যা করা হয় তীর্থকে। তবে এই হত্যাকাণ্ডের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না বিষয়টি পুলিশ নিশ্চিত হতে পারেনি।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার এসএম মোবাশ্বের হোসাইন বলেন, আমান পুলিশকে নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা চাল্লাচ্ছে। তবে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা গেলে হত্যাকাণ্ডে আর কেউ জড়িত আছে কি না বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
বিআরইউ