লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ৮ ইউনিয়ন ও ১টি পৌরসভার এক হাজার ৭০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি প্রণোদনার আওতায় এসব বীজ ও সার দেওয়া হয়।
সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল ইসলাম।
এ সময় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোতাহার হোসেন এমপি।
বিশেষ অতিথি হিসেবে পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, পৌর মেয়র রাশেদুল ইসলাম সুইট, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পূর্ণ চন্দ্র রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপু, রেজওয়ানা পারভীন সুমি ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল গাফফার প্রমুখ উপস্থিত ছিলেন।
২০২৩-২৪ অর্থ বছরের খরিপ-২ (২০২৪-২৫) মৌসুমে রোপা আমন ধান আবাদ বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৮ ইউনিয়ন ও ১ পৌরসভার ক্ষুদ্র ও প্রান্তিক প্রত্যেক কৃষককে মধ্যে রোপা আমন উফশী জাতের ধান বীজ ৫ কেজি, ১০ কেজি পটাশ ও ১০ কেজি ডিএপি সার প্রদান করা হয়।
ইএইচ