নাটোরে বিএনপি নেতার উপর হামলা: ১৬ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

নাটোর প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৬, ২০২৪, ০৯:৩০ পিএম
নাটোরে বিএনপি নেতার উপর হামলা: ১৬ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

নাটোর জেলা বিএনপির আহ্বায়ক মো. শহীদুল ইসলাম বাচ্চুর উপরে হামলার ঘটনায় ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও অজ্ঞাতনামা আরও ৪০-৫০ জনকে মামলায় অন্তর্ভুক্ত করা হয়।

শনিবার দুপুরে শহিদুল ইসলাম বাচ্চুর স্ত্রী সুলতানা পারভীন বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

এ ঘটনায় এজাহার নামীয় তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- সবুজ (৩৪) ও রাসু (৩২) ও রানা (৩৭)। জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, বিএনপি নেতা শহিদুল ইসলাম বাচ্চুর ওপর হামলার ঘটনায় তার স্ত্রী সুলতানা পারভীন বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখসহ ৪০-৫০ জনকে অজ্ঞাত আসামি করে সদর থানায় মামলা করেছেন। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।  

জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ বলেন, স্থানীয় সংসদ সদস্যের (শফিকুল ইসলাম শিমুলের) পালিত সন্ত্রাসীরা এই ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। শহিদুল ইসলাম বাচ্চুর অবস্থা আশঙ্কাজনক। দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

ইএইচ