পাথরঘাটায় নির্বাচনি শত্রুতার জেরে ব্যক্তিকে কুপিয়ে হত্যা

বরগুনা প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৭, ২০২৪, ০৪:৩৪ পিএম
পাথরঘাটায় নির্বাচনি শত্রুতার জেরে ব্যক্তিকে কুপিয়ে হত্যা

বরগুনা পাথরঘাটায় পূর্ব শত্রুতার জেরে ধরে শহিদুল ইসলাম হাওলাদার (৫৫) ওরফে পিলার শহিদ নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

শনিবার দিবাগত রাত দুইটার দিকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শহিদুল ইসলামের মৃত্যু হয়।

এর আগে রাত সাড়ে ১০টার দিকে পাথরঘাটা উপজেলার চরদুয়ানি ইউনিয়নের জ্ঞানপাড়া এলাকার একচল্লিশ ঘর নামক স্থানে শহিদুল ইসলামের উপর হামলার ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ওসি আল মামুন।

নিহত শহিদুল ইসলাম হাওলাদার একই এলাকার মৃত বাহার আলী হাওলাদারের ছেলে। পেশায় জেলে।

নিহত শহিদের স্ত্রী আমেনা বেগম ও ভাই ইসমাইল জানান, রাত ১০টার দিকে জ্ঞানপাড়ার বান্দাঘাটা এলাকায় মহাজন বনি আমিনের সাথে প্রয়োজনীয় কাজ শেষ করে বাড়িতে আসার পথে মন্নান বিশ্বাসের ছেলে নাসির বিশ্বাস (৩৫), জাকির বিশ্বাসের ছেলে রুবেল বিশ্বাস, (২৫), নুরু মল্লিকের ছেলে আব্বাস মল্লিকসহ (৪০) ৫-৬ জন পথিমধ্যে পেয়ে কুপিয়ে রাস্তায় ফেলে যায়। পরে স্থানীয়দের সহায়তায় রাত দেড়টার দিকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক ডা. রাশিদা তানজুম হেনা জানান, রাত দেড়টার দিকে শহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার শরীরে প্রায় বিশটির মতো ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এছাড়াও পায়ের রগ কাটা ছিল। এতে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। হাসপাতালে চিকিৎসা চলাকালীন অবস্থায় রাত দুইটার দিকে তার মৃত্যু হয়।

এ বিষয়ে পাথরঘাটা থানার ওসি আল মামুন জানান, কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। তাৎক্ষণিক পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে সুরতহাল রিপোর্ট লেখা হয়েছে। এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি, দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বরগুনা-২ আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা জানান, ঘটনাটি অত্যন্ত লোমহর্ষক। আমি খবর পেয়ে ঢাকা থেকে পাথরঘাটার উদ্দেশ্য রওনা হয়েছি। এবং দোষীদের আইনের আওতায় আনার জন্য থানা পুলিশকে বলেছি।

ইএইচ