পিরোজপুর গণপূর্ত অধিদপ্তরের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

পিরোজপুর প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৮, ২০২৪, ০১:২৯ পিএম
পিরোজপুর গণপূর্ত অধিদপ্তরের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

পিরোজপুর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক ৮ থেকে ১৪ জুলাই বৃক্ষরোপণ সপ্তাহ পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এর প্রেক্ষিতে সোমবার পিরোজপুর গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল ইসলাম গণপূর্ত বিভাগ পিরোজপুর এরিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপ-বিভাগীয় প্রকৌশলী সুলতান মাহমুদ সৈকত, উপ-সহকারী প্রকৌশলী মো. নুরুজ্জামান বিশ্বাস, উপ-সহকারী প্রকৌশলী মো. ইউসুফ আলী, উপ-সহকারী প্রকৌশলী মো. রাইসুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী অনিরুদ্ধ মন্ডল, উপ-সহকারী প্রকৌশলী পাপন কর্মকার প্রমুখ।

বৃক্ষরোপণ কর্মসূচির ব্যাপারে উপ-বিভাগীয় প্রকৌশলী সুলতান মাহমুদ সৈকত বলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক বৃক্ষরোপণ সপ্তাহ পালন করার সিদ্ধান্ত গৃহীত হওয়ায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

সেই সাথে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নির্দেশক্রমে সপ্তাহব্যাপী পিরোজপুর গণপূর্ত বিভাগের অফিস এরিয়ায় ও গণপূর্ত বিভাগ দ্বারা নির্মিত বিভিন্ন স্থাপনার এরিয়ায় সর্বমোট ৬০০ বনজ ও ফলজ বৃক্ষ রোপণ করা হবে।

ইএইচ