লালমোহনে নিম্নমানের ইট দিয়ে পৌরসভা-সড়কের কাজ করছেন চেয়ারম্যান

পোরান আহসান (ভোলা প্রতিনিধি): প্রকাশিত: জুলাই ৯, ২০২৪, ০২:৪৪ পিএম
লালমোহনে নিম্নমানের ইট দিয়ে পৌরসভা-সড়কের কাজ করছেন চেয়ারম্যান

ভোলার লালমোহন উপজেলায় নিম্নমানের ইট দিয়ে পৌরসভার সড়কের পুনঃনির্মাণের কাজ ইউপি চেয়ারম্যান আসাদ মেলকার। দীর্ঘ দুই যুগের অধিক সময় ধরে ভাঙাচোরা ছিল সড়কগুলো। বর্তমানে সড়কগুলোর কাজ শুরু হওয়ার সংবাদে পৌরবাসীর মনে স্বস্তি ফিরলেও শঙ্কা জাগাচ্ছে নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি সড়ক ব্যবস্থা।

মঙ্গলবার (৯ জুলাই) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, পৌরসভার ৩নং ওয়ার্ড কলিম উদ্দিন মিয়াজী সড়কের কাজ চলছে, সড়কের দুধারে ইট গাঁথা হয়েছে। ছোট ছোট গর্তগুলোতে দেওয়া হয়েছে ইটের টুকরো। তবে ব্যবহৃত ইটগুলো নিম্নমানের বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

পৌরসভার সূত্রে জানা যায়, সড়কটির কাজ পেয়েছে উপজেলার বদরপুর ইউপি চেয়ারম্যান আসাদ মেলকার এর ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রামিসা কনস্ট্রাকশন। প্রায় এক কিলোমিটার সড়কের নির্মাণ ব্যয় প্রায় এক কোটি ৩৭ লাখ টাকা।

স্থানীয় মো. ছালাউদ্দিন, লোকমান, করিমসহ আরো অনেকে বলেন, দীর্ঘপ্রায় দুই যুগ পর এই সড়কের কাজ শুরু হয়েছে। এমন পচা ইট দিয়ে কাজ করতেছে, এটা চলমান থাকলে একমাসও টিকবেনা।

তবে এ বিষয়ে জানতে চাইলে ঠিকাদার ও ইউপি চেয়ারম্যান আসাদ উল্যাহ মেলকার জানান, ওই সড়কের জন্য এখনো কোনো মালামাল পাঠানো হয়নি সড়কের পুরোনো ইটগুলো তোলা হচ্ছে। তাছাড়া লাইসেন্স আমার কিন্তু কাজটি করছে পৌরসভারই লোকজন।

এ বিষয়ে লালমোহন পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. মেহেদি জানান, এখন পর্যন্ত ওই সড়কের কাজ শুরু হয়নি। সড়কের দুপাশে ইটদিয়ে এজিন দেওয়ার বিষয়টি তিনি জানেননা বলেও জানান তিনি।

বিআরইউ