নেত্রকোনার মদন উপজেলা প্রশাসনের আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য সাজ্জাদুল হাসান।
মঙ্গলবার (৯ জুলাই) উপজেলা পাবলিক হল মাঠে ফলজ, বনজ, ঔষধি ও সৌন্দর্য বর্ধনকারী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সাজ্জাদুল হাসান বলেন, বাংলাদেশের অস্তিত্ব টিকিয়ে রাখতে বেশি করে গাছ লাগাতে হবে আমাদের কে। ‘গাছে গাছে সবুজ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’।
প্রতিপাদ্যকে বুকে ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ও আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও নিরাপদ পৃথিবী নিশ্চিত করার জন্য বৃক্ষরোপণ অত্যাবশ্যক।
তিনি আরো বলেন,জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের অস্তিত্বের সংকট সৃষ্টি করেছে।বেশি গাছ থাকলে তাপমাত্রা কম হবে।তাই বাংলাদেশের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে বেশি করে গাছ লাগাতে হবে। তাছাড় হাওর অঞ্চলে সবুজ বেষ্টনী গড়ে তুলতে হবে,যাতে বন্যা,ঝড়-জলোচ্ছ্বাস থেকে হাওর অঞ্চলের মানুষ রক্ষা পায়,পরিবেশের ভারসাম্য ঠিক থাকে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মদন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহ আলম মিয়া।
বৃক্ষরোপণ কর্মসূচিতে এ ছাড়াও উপস্থিত ছিলেন,মদন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ইফতেখার আলম চৌধুরী আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুছ, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীম, পৌর মেয়র সাইফুল ইসলাম সাইফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যানসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিগণ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
বিআরইউ