‘ভুয়া ভুয়া’ স্লোগানে উত্তাল চট্টগ্রাম

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ১২, ২০২৪, ০৬:০৮ পিএম
‘ভুয়া ভুয়া’ স্লোগানে উত্তাল চট্টগ্রাম

কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে নগরীর ষোলশহরের ২নং গেইট এলাকায় বিক্ষোভ মিছিল করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা।

এ সময় তারা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকে। শুক্রবার বিকাল ৫টার দিকে চট্টগ্রাম নগরীতে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

নগরীর ষোলশহর রেলস্টেশন থেকে মিছিল নিয়ে ২ নম্বর গেটে আসেন শিক্ষার্থীরা। মিছিলে কয়েক হাজার শিক্ষার্থীর উপস্থিতি দেখা যায়। এর আগে বিশ্ববিদ্যালয়ের ৪টার শাটল ট্রেনে চড়ে ১৬ কিলোমিটার দূরে ষোলশহর রেলস্টেশনে আসেন শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, শান্তিপূর্ণ কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর পুলিশ হামলা চালিয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা যৌক্তিক দাবিতে আন্দোলন করে যাচ্ছি। কিন্তু আমাদের দাবি না মেনে নিয়ে উল্টো আমাদেরকে আহত করা হচ্ছে। পুলিশ অন্যায়ভাবে আমাদের ওপর হামলা করছে। আমরা এসব মেনে নিব না।

ইএইচ