রাজবাড়ীতে পদ্মা নদীর পানি বিপৎসীমার ওপরে

রাজবাড়ী প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১২, ২০২৪, ০৬:৪১ পিএম
রাজবাড়ীতে পদ্মা নদীর পানি বিপৎসীমার ওপরে

ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় রাজবাড়ীর দৌলতদিয়া পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করেছে।

গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পয়েন্টে পদ্মা নদীর পানি ১৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এছাড়াও জেলা সদরের মহেন্দ্রপুর ও পাংশার সেনগ্রাম পয়েন্টে পানি এখনো বিপদসীমার নিচে রয়েছে।

শুক্রবার সকালে দৌলতদিয়া পানি পরিমাপক (গেজ পাঠক) সালমা খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন।

পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও এখন পর্যন্ত জেলার কোথায় বন্যা পরিস্থিতি দেখা যায়নি।

তবে বেঁড়িবাঁধের বাইরে থাকা নিম্নঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছে। এছাড়াও দৌলতদিয়া ফেরিঘাট এলাকাসহ বেশ কিছু স্থানে দেখা দিয়েছে ভাঙন।

রাজবাড়ী জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় ১২টি ফ্লাট সেন্টার প্রস্তুত রাখাসহ ৬শত মেট্রিকটন চাল, নগদ ১২ লক্ষ টাকা মজুদ রয়েছে।

ইএইচ