ক‍্যান্সারে আক্রান্ত হয়ে শিক্ষকের মৃত্যু!

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: প্রকাশিত: জুলাই ১৩, ২০২৪, ০৩:১৩ পিএম
ক‍্যান্সারে আক্রান্ত হয়ে শিক্ষকের মৃত্যু!

বগুড়ার শাজাহানপুরে ক‍্যান্সার রোগে আক্রান্ত হয়ে প্রায় দুই বছর পর মুশফিকুর রহমান লিটন (৪৫) নামে এক সহকারী শিক্ষকের মৃত্যু হয়েছে। নিহত লিটন মানিকদিপা পদ্মপাড়া গ্রামের মরহুম আলহাজ্ব আবেদুর রহমানের পুত্র।

পেশায় তিনি মানিকদিপা পলিপাড়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে সন্তান সহ রেখে গেছেন অসংখ্য গুণগ্রাহী।

শনিবার (১৩ জুলাই) বেলা ১২ ঘটিকায় তার নিজ বাসভবনে ইন্তেকাল করিয়াছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

অত্র গ্রামের সাবেক মেম্বার মরহুম আমির হামজার বড় ছেলে মুনিরুজ্জামান মজনু জানান, দীর্ঘ প্রায় দুই বছর আগে পেটে টিউমার ধরা পড়লে ঢাকায় একটি হাসপাতালে অপারেশন করেন। চিকিৎসা চলাকালীন সময়ে এক পর্যায়ে ক্যান্সারে আক্রান্ত হন। পরে তাকে সুচিকিৎসার জন্য দেশের বাহিরে নেয়া হয়। সেখান থেকে ফিরে প্রায় পাঁচ মাস নিজ বাড়িতে অবস্থানের পর শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তিনি আরও জানান, নিহত লিটনের মরহুম পিতা আলহাজ্ব আবেদুর রহমান কাজলগাড়ী সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন ও তার স্ত্রী আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের সহকারী শিক্ষক হিসাবে কর্মরত আছেন।

বিআরইউ