কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৩, ২০২৪, ০৭:১৩ পিএম
কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ

উজানের ঢল ও অতিবৃষ্টির পানিতে সৃষ্টি হওয়া বন্যায় টানা ১৩ দিন যাবত চরাঞ্চল ও নিম্নাঞ্চলের ঘরবাড়ি তলিয়ে যাওয়া বানভাসি মানুষদের কষ্ট হচ্ছে। তাদের কিছুটা কষ্ট লাঘবে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন কুড়িগ্রামে জেলা পরিষদ চেয়ারম্যান আ ন ম ওবাইদুর রহমান।

শনিবার দুপুরে জেলা পরিষদের উদ্যোগে সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের নয়টি ওয়ার্ডে ৩০০ পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল- চাল ৪ কেজি, আলু ১ কেজি, আধা কেজি ডাল, তেল, লবণ, খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট।

ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মামনুর রশীদ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আল আমিন সরকার লিংকন, সাংগঠনিক সম্পাদক ফাহিম, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম সরকারসহ সংশ্লিষ্ট ইউনিয়নের সদস্যরা।

জেলা পরিষদ চেয়ারম্যান আ ন ম ওবাইদুর রহমান বলেন, বানভাসিদের জন্য প্রধানমন্ত্রীর সহায়তা হিসেবে ত্রাণ সামগ্রী কুড়িগ্রাম জেলা পরিষদের পক্ষ পর্যায়ক্রমে বন্যার্তদের মাঝে দেওয়া হলো। যতদিন পর্যন্ত বন্যা পরিস্থিতি আছে ততদিন কুড়িগ্রাম জেলা পরিষদের পক্ষ থেকে ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে।

ইএইচ