টাঙ্গাইলের মধুপুর থানায় ‘ক্লিনিং স্যাটারডে’ পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন সহকারী পুলিশ সুপার মধুপুর সার্কেল ফারহানা আফরোজ জেমি।
টাঙ্গাইলের পুলিশ সুপার গোলাম সবুর পিপিএমের দিকনির্দেশনায় চলমান বর্ষা মৌসুমে ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়াসহ অন্যান্য মশাবাহিত রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি রোধকল্পে মধুপুর থানা চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম ‘ক্লিনিং স্যাটারডে’ অনুষ্ঠিত হয়।
![](https://86818.cdn.cke-cs.com/Jw1S30KCreot88CxVTDP/images/e16af6fdcfe39de83763c10c91df20e5db2862600f14db76.jpg)
মধুপুর থানা পুলিশ সদস্যদের সমন্বয়ে মধুপুর থানা চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। ক্লিনিং স্যাটারডে কার্যক্রম পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার মধুপুর সার্কেল ফারহানা আফরোজ জেমি।
এ সময় উপস্থিত ছিলেন মধুপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমানসহ মধুপুর থানার অফিসার ও পুলিশ সদস্যরা।
ইএইচ