হাতীবান্ধায় জমি সংক্রান্ত বিরোধে স্বামী-স্ত্রীকে মারধর

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৪, ২০২৪, ০৪:৩৮ পিএম
হাতীবান্ধায় জমি সংক্রান্ত বিরোধে স্বামী-স্ত্রীকে মারধর

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে স্বামী-স্ত্রীকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে ফিরোজ ও তার লোকজনের বিরুদ্ধে। গুরুতর আহত ওই দম্পতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার বিকালে উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

জানা যায়, আহত কাওসারের পৈত্রিক ভোগ দখলীয় জমি নিয়ে ফিরোজের সঙ্গে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। তারই জের ধরে শনিবার বাঁশের লাঠি, লোহার রড ও ধারালো ছোঁড়া নিয়ে বাড়ির আঙ্গিনায় ঢুকে কাওসারের স্ত্রী সালেহাকে একা পেয়ে এলোপাতাড়ি মারধর শুরু করেন। খবর পেয়ে ছুটে এসে স্ত্রীকে বাঁচাতে গেলে কাওসারকেও এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করেন ফিরোজ ও তার সঙ্গীরা। কাওসার দম্পতির আত্মচিৎকারে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় ভুক্তভোগী কাওসার বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযুক্তরা হলেন, ওই এলাকার মজনু মিয়ার পুত্র ফিরোজ (৩৫), ওয়াহাব আলীর পুত্র ওবায়দুল (২৫), মৃত কফির উদ্দিনের পুত্র ওয়াহাব আলী, ওয়াহাব আলীর স্ত্রী রশিদা বেগম (৪৫), মৃত শুকারুর পুত্র শাহিন (২৫)।

হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) নির্মল চন্দ্র মহন্ত বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইএইচ