নাটোরে মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

নাটোর প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৪, ২০২৪, ০৫:১০ পিএম
নাটোরে মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

‘মাদকের আগ্রাসন দৃশ্যমান, প্রতিরোধেই সমাধান’এ প্রতিপাদ্য নিয়ে নাটোরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মাছুদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ আসনের (বড়াইগ্রাম ও গুরুদাসপুর) সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন— সিভিল সার্জন ডা. মুহাম্মদ মশিউর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম। এছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপ পরিচালক মোহাম্মদ লুৎফর রহমান স্বাগত বক্তব্য দেন।

সভায় মাদকবিরোধী রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ প্রদান করা হয়।

ইএইচ