‘নৈতিকতা,মানবিকতা ও ব্যক্তিসচেতনতার দৃঢ় অবস্থানের মাধ্যমে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা করি’ এ প্রতিপাদ্য নিয়ে প্রস্ফুটন কর্তৃক আয়োজিত সামাজিক অবক্ষয় রোধে সচেতনতা সৃষ্টি, নেতৃত্ব বিকাশে শিক্ষার্থীদের করণীয় শীর্ষক কর্মশালা ও বৃক্ষরোপণ কর্মসূচি হয়েছে।
রোববার বিকালে গাংনী উপজেলার হাড়াভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রস্ফুটন কর্তৃক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রস্ফুটন সংগঠন তীব্র তাপপ্রবাহের কারণে বৃক্ষরোপণ কর্মসূচি, স্কুল কর্মশালা ও বিভিন্ন সামাজিক কার্যক্রম শুরু করেছে অত্যন্ত প্রশংসনীয়। তারা সামনের দিকে এগিয়ে যাক সেই প্রত্যাশা করি।
প্রস্ফুটনের আহ্বায়ক দেলোয়ার জাহান মিঠু বলেন, দীর্ঘদিন ধরে প্রস্ফুটন শিক্ষা ও সমাজকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করে আসছে। সংগঠনটি প্রতিবারের ন্যায় এবারও বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে। প্রস্ফুটন গাংনী উপজেলার বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেধাবী শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত, শিক্ষা এবং সমাজ কল্যাণমূলক একটি সংঘ। এ বছর প্রস্ফুটন প্রায় ৫০০০ এর অধিক গাছ লাগানোর উদ্যোগ গ্রহণ করেছে এবং বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছগুলো পর্যায়ক্রমে বিতরণ করা হবে।
এ সময় গাংনী পাইলট স্কুলের সাবেক প্রধান শিক্ষক মুহাম্মদ নিয়ামতউল্লাহ, হাড়াভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুল হাসান পলাশ, সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ, প্রস্ফুটনের উপদেষ্টা মোহাম্মদ সালমান সাইফ, প্রস্ফুটনের আহ্বায়ক দেলোয়ার জাহান মিঠু, সদস্য, সাহান উল্লাহ, মো. মিফতাহুল ইসলাম, মাকসুদুল আজম বাঁধন, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গসহ উপস্থিত ছিলেন।
ইএইচ