পাবনাতে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন

পাবনা জেলা প্রতিনিধি: প্রকাশিত: জুলাই ১৮, ২০২৪, ০২:৩৩ পিএম
পাবনাতে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন

কোটা সংস্কারের দাবিতে আজ বৃহস্পতিবার সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির  ঘোষণায় পাবনার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আন্দোলনে অংশ গ্রহণ করেছে।

আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) সারাদেশে পাবনার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির   আন্দোলন বাস্তবায়ন করতে এ আন্দোলন করেছে।

এ্যাডোয়ার্ড কলেজ গেট পাবনা শহরের আব্দল হামিদ রোড, ডিগ্রী বটতলা সহ প্রায় ২০ ২৫ জায়গায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্র  বিক্ষোভ সমাবেশ করেন । আন্দোলনকারীরা  বেশ কয়েকটি মটর সাইকেল ভাঙচুর করেছেন  বলে বলছে পুলিশ।

বুধবার রাতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা বৃহস্পতিবার সারাদেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বায়ক আসিফ মাহমুদ বুধবার এক ফেসবুক পোস্টে নতুন কর্মসূচি ঘোষণা করেন।

দিনের শুরুতে পাবনার  বিভিন্ন পয়েন্টে স্বল্প সংখ্যক যানবাহনের উপস্থিতি দেখা গেছে।

সকালে সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কমপ্লিট শাটডাউনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাসহ সারাদেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন আছে।

এর আগে বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাতে তিনি শিক্ষার্থীদের ধৈর্য ধারণ করার পরামর্শ দিয়েছেন

বিআরইউ