পূর্ব শত্রুতার জেরে মোংলায় মোস্তফা ফকির (৬০) নামে এক দৃষ্টি প্রতিবন্ধীর মাছের ঘের লুট করার অভিযোগ উঠেছে।
মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের গোয়ালের মেঠ এলাকার এ ঘটনায় প্রতিবাদ করায় ওই প্রতিবন্ধী ব্যক্তিকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।
এ বিষয়ে মোংলা থানায় বুধবার ৮ জনকে আসামি করে এজাহার দাখিল করেছেন তিনি।
এজাহারে তিনি উল্লেখ করেন- উপজেলার মিঠাখালী ইউনিয়নের খোনকারের বেড় মৌজায় দুই একর ৯ শতক জমি দখল নিতে পার্শবর্তী জাকির শেখ (৪৫), মেহের আলী শেখ (৬৫), আসলাম শেখ (৪০), রিয়াদ শেখ (২৭), গাউচ শেখ (৪৫), দাউদ শেখ (৫৫), শাহ আলম শেখ (৪০), মোকছেদ আলী (৬৫) ও আতিয়ার মোল্লা (৬০) দীর্ঘদিন পাঁয়তারা করে আসছে।
ঘটনার দিন গত ২২ জুলাই প্রতিবন্ধী মোস্তফা ফকিরের ওই জমিতে মাছের ঘের কেটে প্রায় সাড়ে তিন লাখ টাকার মাছ লুট করে নিয়ে যায়। এ সময় তাদেরকে বাধা দিলে প্রতিবন্ধী মোস্তফা ফকিরকে খুন করে মাছের ঘেরে ভাসিয়ে দিবে বলে প্রকাশ্যে হুমকি দেয়।
এ বিষয়ে অভিযুক্তরা প্রতিবন্ধী মোস্তফা ফকিরের অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের মাছের ঘের তারা দখলে গেছেন। মোস্তফা ফকির তাদের নামে থানায় মিথ্যা অভিযোগ দিয়েছেন।
জানতে চাইলে মোংলা থানার ওসি কে এম আজিজুল ইসলাম বলেন, এ ঘটনায় চটেরহাট পুলিশ ফাঁড়ির এস আই রফিকুল ইসলামকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তে ঘটনা প্রমাণ হলে মামলা রুজু করা হবে।
ইএইচ