ওসমানীনগরে ৭ অটোরিকশা উদ্ধার: চোরচক্রের ৭ সদস্য গ্রেপ্তার

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৬, ২০২৪, ০৪:৩১ পিএম
ওসমানীনগরে ৭ অটোরিকশা উদ্ধার: চোরচক্রের ৭ সদস্য গ্রেপ্তার

সিলেটের ওসমানীনগর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ৭টি চোরাই সিএনজি চালিত অটোরিকশা উদ্ধার করেছে। এ সময় গ্রেপ্তার করেছে আন্তঃবিভাগীয় অটোরিকশা চোরচক্রের সাত সদস্যকে।

গত বুধ ও বৃহস্পতিবার বিশেষ অভিযান পরিচালনা করে অটোরিকশাগুলো উদ্ধার ও চোরদের গ্রেপ্তার করতে সক্ষম হয় তারা।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সোহেল মিয়া ওরফে খলিল (২৭), মো. রিমন মিয়া ওরফে লিমন (২১), হাসান আহমদ (২৫), ওয়াহিদ মিয়া (২৮), আনিছ মিয়া (৩২), মিছির আলী (৩২), ও আব্দুল ওয়াদুদ সালমান বাদশাহ (২৮)।

শুক্রবার আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।  

শুক্রবার সকালে থানায় প্রেস ব্রিফিং করে ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান পিপিএম-সেবা ও থানার ওসি অফিসার ইনচার্জ রাশেদুল হক জানান, আসামিরা আন্তঃবিভাগীয় অটোরিকশা চোরচক্রের সদস্য। চোরচক্রটি এক এলাকা থেকে অটোরিকশা চুরি করে অন্য এলাকায় নিয়ে বিক্রি করে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত অটোরিকশাগুলোর আনুমানিক মূল্য প্রায় ২৫ লাখ টাকা এবং এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা।

ইএইচ