রামগড়ে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, প্রাইভেটকার জব্দ

পার্বত্যাঞ্চল প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৭, ২০২৪, ০৭:৪৯ পিএম
রামগড়ে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, প্রাইভেটকার জব্দ

খাগড়াছড়ি জেলার রামগড় থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুনকে (৪১) নগদ টাকাসহ গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় ১টি প্রাইভেটকার জব্দ করে পুলিশ।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে রামগড় থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও মূলতবি গ্রেপ্তারি পরোয়ানা তামিল সংক্রান্ত বিশেষ অভিযান ও চেকপোস্ট পরিচালনালে গোপন সংবাদের ভিত্তিতে রামগড় পৌরসভাস্থ রামগড় উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে থেকে আসামি আব্দুল্লাহ আল মামুনের (৪১) বহনকারী প্রাইভেটকারের ড্রাইভিং সিটের নিচে রক্ষিত অবস্থায় ১ কেজি গাঁজা ও আসামির পরিহিত প্যান্টের ডান পকেট থেকে ৪০ পিস ইয়াবা এবং নগদ চৌদ্দ হাজার টাকাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

আসামি আব্দুল্লাহ আল মামুন (৪১) রামগড় উপজেলার বাসিন্দা মো. সামছুল হক কালা মিয়ার ছেলে।

আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং বিধি মোতাবেক যথাসময়ে আদালতে সোপর্দ করা হবে।

খাগড়াছড়ি জেলার পরিবেশ স্বাভাবিক রাখার লক্ষ্যে মাদক, চোরাচালান দমন এবং ক্লুলেস বিভিন্ন অপরাধের রহস্য উন্মোচনে যেকোনো অপরাধীদের দমনের জন্য জেলা পুলিশের প্রতিটি ইউনিট আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)।

ইএইচ