স্কুলের টিন ও লোহার অ্যাঙ্গেল দিয়ে প্রধান শিক্ষকের বাড়ির গেট তৈরি

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৮, ২০২৪, ০৫:০৮ পিএম
স্কুলের টিন ও লোহার অ্যাঙ্গেল দিয়ে প্রধান শিক্ষকের বাড়ির গেট তৈরি

কারো অনুমতি বা ম্যানেজিং কমিটির সদস্যদেরকে না জানিযে বিদ্যালয়ের পুরাতন ভবনের লোহার এ্যাঙ্গেল, টিন ও জানালা নিয়ে গিয়ে নিজ বাড়ির জানালা ও গেট তৈরি করার অভিযোগ উঠেছে ঝিনাইদহের মহেশপুর উপজেলার জোঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল হকের বিরুদ্ধে।

এ ঘটনায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যরা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে একটি লিখিত অভিযোগও করেছেন।

অভিযোগ সূত্রে জনা যায়, জোঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবনের ১৬টি লোহার জানালা, ছোট বড় ৯০টি লোহার এ্যাঙ্গেল ও ৪৬টি টিন নিজ বাড়িতে নিয়ে যান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল হক।

বিদ্যালয়ের জিনিসপত্র বিদ্যালয়ে ফেরত দেওয়ার বিষয়ে তাকে একাধিকবার জানালেও ফেরত না দেওয়ায় ম্যানেজিং কমিটির সদস্যরা সেগুলো ফেরত চেয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে একটি লিখিত অভিযোগ করেছেন।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির (এ্যাডহক) কমিটির সভাপতি ইসমাইল হোসেন বলেন, বিদ্যালয়ের পুরাতন ভবনের ১৬টি লোহার জানালা, ছোটরড় ৯০টি লোহার এ্যাঙ্গেল ও ৪৬টি টিন কাউকে কিছু না জানিয়ে প্রধান শিক্ষক নিয়ে যায়। পরে আমরা জানতে পেরে সেগুলো ফেরত চাইলে অস্বীকার করে।

তিনি আরও বলেন- অবশেষে আমরা নিরুপায় হয়ে সরকারের বিভিন্ন দপ্তরে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল হকের বিরুদ্ধে অভিযোগ দিয়েছি।

জোকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে করে জানান- উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ স্যারের সাথে আলোচনা করে বিষয়টি সমাধান করে নিয়েছি। লোহার এ্যাঙ্গেল দিয়ে বাড়ির গেট আর জানালা গুলো ঘরের কাজে লাগিয়েছে বলে এই প্রতিবেদককে জানান তিনি।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ জানান, জোকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল হকের বিরুদ্ধে আমরা একটা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ জানান, আমার অফিসে জোকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল হকের বিরুদ্ধে একটি অভিযোগ এসেছে। বিষয়টি তদন্ত করে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

ইএইচ