মৌলভীবাজারে বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান থেকে ক্ষুদ্র ঋণ গ্রহিতারা কিস্তি পরিশোধে হিমশিম খাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, মৌলভীবাজারে প্রায় ২৮টি এনজিও সংস্থার শাখা রয়েছে। সাম্প্রতিক বন্যা ও চলমান পরিস্থিতিতে বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান থেকে নিম্ন আয়ের ঋণ গ্রহিতারা চরম বিপাকে পড়েছেন। বাধ্য হয়ে হাঁস, মুরগি, গরু, ছাগল এমনকি ঘরের আসবাবপত্র বিক্রি করে কিস্তি পরিশোধ করেও কূলকিনারা পাচ্ছেন না।
সদর উপজেলার সাবিয়া গ্রামের লিপি বেগম জানান, তিনি একটি এনজিও প্রতিষ্ঠান থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করে ছিলেন। প্রতি সপ্তাহে ১৫শ টাকা কিস্তি দিতে হয়। সাম্প্রতিক বন্যায় ও দেশের চলমান পরিস্থিতিতে ব্যবসাপাতি বন্ধ হয়ে যাওয়ায় হাঁস, মুরগি ও ছাগল বিক্রি করে কিস্তি পরিশোধ করেছেন। এখন শেষ সম্বল ভিটে। এনজিওর লোকেদের চাপে শেষ সম্বল ভিটাও বিক্রি করতে হবে।
এ ব্যাপারে মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম জানান, তিনি এনজিও সংস্থাগুলোর সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
ইএইচ