কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা, নাশকতা ও সংঘর্ষের অভিযোগে নাটোরের বিএনপি-জামায়াতের ১০৮ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।
এর মধ্যে, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন খান, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মীর সাজেদুল ইসলাম, জেলা শ্রমিক দলের প্রচার সম্পাদক রফিকুল ইসলাম রফিক, লালপুর উপজেলা ছাত্রদলের সভাপতি হাসান আলী, আড়বাব ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু সাঈদ সোহাগ, উপজেলার কদিমচিলান ইউনিয়ন জামায়াতের আমির সাহাবুল ইসলাম অন্যতম।
বিষয়টি নিশ্চিত করেছেন নাটোরের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম।
পুলিশ ও থানা সূত্রে জানা যায়, কোটা আন্দোলনকে কেন্দ্র করে নাটোর জেলার বিভিন্ন থানায় দায়ের করা মামলায় গত ১৮ জুলাই থেকে ২৮ জুলাই দুপুর পর্যন্ত জেলার বিএনপি, জামায়াত ও শিবিরের ১০৮ নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম জানান, সহিংসতা, নাশকতাসহ বিভিন্ন মামলায় ১০৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা সবাই নাশকতা মামলার আসামি।
ইএইচ