দাকোপে কৃষক-কৃষাণী প্রশিক্ষণ ও সার্টিফিকেট বিতরণ

দাকোপ (খুলনা) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৩১, ২০২৪, ০৫:১৬ পিএম
দাকোপে কৃষক-কৃষাণী প্রশিক্ষণ ও সার্টিফিকেট বিতরণ

খুলনার দাকোপে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ ও সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।

প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশের (পার্টনার) আওতায় বুধবার সকাল ১০টা থেকে উপজেলা কৃষি প্রশিক্ষণ হলে উপজেলা কৃষি কর্মকতা কৃষিবিদ মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (খামারবাড়ি) কাজী জাহাঙ্গীর হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য দেন- খুলনা অঞ্চলের পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মো. মোছাদ্দেক হোসেন, খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (খামার বাড়ী’র) অতিরিক্ত উপ-পরিচালক এস এম, মিজান মাহামুদ প্রমুখ।

প্রশিক্ষণ শেষে কৃষক-কৃষারীর মধ্যে সভায় প্রধান অতিথি সনদপত্র বিতরণ করেন।

ইএইচ