বাকেরগঞ্জে বৃষ্টি উপেক্ষা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৩, ২০২৪, ০৩:১৩ পিএম
বাকেরগঞ্জে বৃষ্টি উপেক্ষা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

বরিশালের বাকেরগঞ্জে বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

শনিবার সকাল ১১টার সময় বৈষম্য, নিপীড়ন, গণগ্রেপ্তার এবং ছাত্র নির্যাতনের বিরুদ্ধে ৯ দফা দাবির পক্ষে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক সংলগ্ন লেবুখালী শেখ হাসিনা ক্যান্টনমেন্টের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শেখ হাসিনা পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের নেতৃত্বে আশেপাশের আরো কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করে।

বিক্ষোভকারী ছাত্র-ছাত্রীরা বলেন, তাদের এই আন্দোলন শুধুমাত্র ব্যক্তির মুক্তির জন্য নয়, বরং বৈষম্য, নিপীড়ন, গণগ্রেপ্তার এবং ছাত্র নির্যাতনের বিরুদ্ধে। তাদেরে এ আন্দোলন ৯ দফা দাবি বাস্তবায়নের পক্ষে। এই আন্দোলনে গ্রেপ্তার হওয়া শেষ ব্যক্তিটি মুক্ত না হওয়া পর্যন্ত চলবে।

তারা আরও বলেন, এই স্বৈরাচারী সরকারের পতন না হওয়া পর্যন্ত এক দফা দাবিতে আন্দোলন চলছে চলবে।

ইএইচ