কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থমথমে পরিস্থিতি, বন্ধ যানবাহন চলাচল

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৩, ২০২৪, ০৪:১২ পিএম
কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থমথমে পরিস্থিতি, বন্ধ যানবাহন চলাচল

কোটা সংস্কার ও নয় দফা দাবিতে গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আন্দোলনে নেমেছে স্কুল কলেজের শিক্ষার্থীরা। হাজারো শিক্ষার্থীদের আন্দোলনে সকাল ১১টা থেকে বন্ধ রয়েছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যানবাহন চলাচল।

আন্দোলনরত শিক্ষার্থীদের উপস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ঘটনাস্থল ছাড়তে দেখা গেছে।

শনিবার সকাল ১১টার দিকে গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রীমোড় এলাকায় জড়ো হন শিক্ষার্থীরা। পরে ধীরে ধীরে আন্দোলন তীব্র হয়ে উঠে।

এ সময় এই মহাসড়কের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা সড়কে বসে আন্দোলন চালাতে থাকেন।

এ সময় মহাসড়কের বিভিন্ন স্থানে রঙ দিয়ে প্রতিবাদী বাক্য লিখেন শিক্ষার্থীরা। আমার ভাই এর রক্তের প্রতিদান দিতে হবে। যতক্ষণ না এর বিচার হবে ততক্ষণ রাজপথ ছাড়ব না।

ইএইচ