নারায়ণগঞ্জে ছাত্রদের দাবি আদায়ে বিক্ষোভ

নারায়ণগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৩, ২০২৪, ০৬:৩৬ পিএম
নারায়ণগঞ্জে ছাত্রদের দাবি আদায়ে বিক্ষোভ

পূর্ব ঘোষিত অংশ হিসেবে ছাত্রদের নয় দফা আন্দোলনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্ররা।

শনিবার সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত এই আন্দোলন চলতে থাকে।

প্রথমে ছাত্ররা তাদের দাবি নিয়ে নগরীর ২নং রেলগেইট হয়ে চাষাড়া প্রাণ কেন্দ্র শহীদ মিনারে গিয়ে অবস্থান নেয়।

এতে হাজারো শিক্ষার্থী অভিভাবক ও সাধারণ মানুষ অংশ গ্রহণ করে। এ কর্মসূচিতে পুলিশ বিডিআর আনসার ও সেনাবাহিনীর সদস্যদের নিরবতা পালন করতে দেখা যায়।

পুরো শহর যেন শিক্ষার্থীদের স্লোগানে মুখরিত হতে থাকে। শিক্ষার্থীরা উই ওয়ান জাস্টিস, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না স্লোগান দিতে থাকে।

এ সময় অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে।

জানা গেছে, সারাদেশে ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও নয় দফা দাবিতে এই কর্মসূচির ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

ইএইচ