সিদ্ধিরগঞ্জে মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীদের অবস্থান

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৪, ২০২৪, ০৩:০৮ পিএম
সিদ্ধিরগঞ্জে মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীদের অবস্থান

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবি আদায়ের লক্ষ্য অসহযোগ আন্দোলন শুরু হয়েছে।

রোববার সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করা হয়েছে। আন্দোলনকারী শিক্ষার্থীরা মহাসড়কে কোনো প্রকার বাস কিংবা ট্রাক চলাচল করতে দিচ্ছে না।

এর ফলে দুর্ভোগে পড়েছেন বিভিন্ন অফিসের কাজে বের হওয়া যাত্রীরা বেশিরভাগ নারী ও বয়োবৃদ্ধরা। তবে কোন যানবাহন ভাঙচুরে কিংবা ক্ষতি সাধন করেনি আন্দোলন কারিরা।

সকাল থেকে সিদ্ধিরগঞ্জ শিমরাইল মোড়, মৌচাক, সাইনবোর্ড এলাকায় রাস্তায় হাজার হাজার ছাত্র অবস্থান নেন।

এ বিষয়ে হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের টিআই শরফুদ্দিন জানান, সকল থেকে আন্দোলনকারীরা মহাসড়ক অবরোধ করে মিছিল করছে। আমরা যানচলাচলের জন্য চেষ্টা করছি।

ইএইচ