কালিয়াকৈরে আওয়ামী লীগের অফিসে আগুন

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৪, ২০২৪, ০৪:০৮ পিএম
কালিয়াকৈরে আওয়ামী লীগের অফিসে আগুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগ অফিসে অগ্নিসংযোগ ও কালিয়াকৈর থানার সামনে গাড়িতে আগুন, জেলা পুলিশ বক্সে আগুন ফরেস্ট চেকপোস্টে আগুন বিভিন্ন কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কোটা সংস্কার আন্দোলনকারীরা রোববার দুপুর ১২টার দিকে কালিয়াকৈরের শফিপুর, পল্লী বিদ্যুৎ, চন্দ্রা ত্রিমোড়, বিভিন্ন এলাকায় হঠাৎ করে সহিংসতা শুরু করে। এ সময় তারা থানার সামনে গাড়িতে আগুন দেয়। পরে উপজেলা চত্বরে গিয়ে বিভিন্ন অফিসে ভাঙচুর চালায় একটি মোটরসাইকেলে আগুন দেয়।

আন্দোলনকারীরা প্রথমে কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগ অফিসে আগুন ধরিয়ে দেয়। এতে অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্র ও সামগ্রী পুড়ে যায়। এরপর তারা পাশের বিভিন্ন কারখানায় হামলা চালিয়ে ভাঙচুর করে।

কারখানাগুলোর জানালা, দরজা ও অন্যান্য সম্পত্তি নষ্ট করে দেয়া হয়েছে। এ ঘটনা এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।

ইএইচ