বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পরে সিরাজগঞ্জসহ সারাদেশে যেন বিভিন্ন জায়গায় ময়লা আবর্জনার স্তূপে পরিণত হয়েছে। বাদ পড়েনি কামারখন্দ উপজেলার বিভিন্ন বাজারের রাস্তা ঘাট। তাই দেশ পরিষ্কারের পাশাপাশি রাস্তা-ঘাটের আবর্জনা পরিচ্ছন্নতায় নেমেছে তরুণ মেধাবী শিক্ষার্থীরা।
বুধবার সকাল থেকে উপজেলার জামতৈল স্টেশন ও পশ্চিম-পূর্ব বাজার এলাকায় আবর্জনা পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। পরিচ্ছন্নতার কাজে বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও মাদরাসার শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।
প্রায় ৩০ জন শিক্ষার্থীরা প্রথমে একত্রিত হয়ে দু’ভাগে বিভক্ত হয়ে সকাল থেকে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার থেকে শুরু করে জামতৈল বাজারে পরিচ্ছন্নতার কাজ শুরু করেন।
শিক্ষার্থীদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বিভিন্ন শ্রেণির পেশার মানুষজন।
এ বিষয় শহীদুল বুলবুল কারিগরি কলেজের কম্পিউটার শিক্ষক মো. আউয়াল হোসেন বলেন- মেধাবী শিক্ষার্থীদের দ্বারা নতুন করে ঢেলে এই দেশকে সাজানো হবে বলে মনে করি।
ইএইচ