শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করল হেফাজতে ইসলাম

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৮, ২০২৪, ০৬:১৯ পিএম
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করল হেফাজতে ইসলাম

কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় অর্থ সহ-সম্পাদক মুফতি জাকির হোসেন।

বৃহস্পতিবার রংপুরের পীরগঞ্জের জাফরপাড়ার বাবনপুরে আবু সাঈদের কবর জিয়ারত করেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলামের জেলা সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম, নায়বে আমীর কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা ইউনুস সাহেব, হেফাজতে ইসলাম উপজেলার সাংগঠনিক সম্পাদক আব্দুস সালামসহ প্রমুখ।

আবু সাঈদের কবর জিয়ারত শেষে আবু সাঈদের মা-বাবা ও স্বজনদের সঙ্গে সাক্ষাৎ এবং সমবেদনা জানান দলটির নেতাকর্মীরা।

হেফাজতে ইসলামের পক্ষ থেকে তার পরিবারকে আর্থিক সহযোগিতা করা হয় এবং সারাজীবন আবু সাঈদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়।

এ সময় হেফাজতে ইসলামের অর্থ সহ-সম্পাদক মুফতি জাকির হোসেন বলেন, কেউ যদি শরীরের ঘাম দেয় তাহলে তার ভাগ্যের পরিবর্তন হয় কিন্তু যদি কেউ শরীরের রক্ত দেয় তাহলে ইতিহাস গড়ে, ইতিহাস রয়ে যায়। তেমনি শহীদ আবু সাঈদ দেশ ও জাতির জন্য একটি ইতিহাস হয়ে থাকবে এবং শুধু বাংলাদেশের ইতিহাস নয় সারা বিশ্বের মুসলমানদের জন্য একটি ইতিহাস। আমরা শহীদ আবু সাঈদসহ সকল শহীদের জন্য দোয়া করি এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছি।

ইএইচ